জঙ্গি হামলার আশঙ্কায় দেশ ছাড়লেন বিশিষ্ট লেখিকা খন্দকার তাসমিনা রহমান

“রক্তাক্ত পটভূমি ও বিপন্ন ধর্মীয় মহিমা”র সনামধন্য লেখিকা খন্দকার তাসমিনা রহমানকে সম্প্রতি একটি জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হত্যার হুমকি দিয়েছে। গত ৭ ই অক্টোবর, ২০২২ তারিখে লেখিকা আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে টার দিকে একটি অনুষ্ঠান শেষে নীলক্ষেত বই মারকেটের পাশের রাস্তায় অভিমুখে যাওয়ার সময় ধারণা করা হচ্ছে আনসার আল ইসলামের কতিপয় সদস্য তাঁর গতিরোধ করে অস্ত্র উঁচিয়ে তাকে হত্যার হুমকি দেয়।

লেখকের স্বামী ও কিছু পথচারী এগিয়ে আসলে যুবকেরা “আনসার আর ইসলাম জিন্দাবাদ” স্লোগান তুলে বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।  এ বিষয়ে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই ঘটনায় লেখিকা তাসমিনা রহমান ও তার পরিবার জীবননাশের আশংকায় দেশ ত্যাগে বাধ্য হলেন।

মর্নিংনিউজ/আই/শাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *