
জাগরণ সংবাদ নিউজ পোর্টাল এর প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয়বর্ষে পদার্পন উপলক্ষে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উৎযাপন করা হয়।
সোমবার (২০ জুলাই) দুপুরে জাগরণ সংবাদ নিউজ পোর্টালের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।
অনলাইন পত্রিকাটির সম্পাদক আমিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও সাংবাদিক কাউছার হাবীব এর সঞ্চালণায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, নাটোর সদর থানা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও জাগরণ সংবাদ এর প্রকাশক ও নির্বাহী সম্পাদক জনাব জহুরুল ইসলাম প্রাং। নাটোর প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট চ্যানেল এর নাটোর প্রতিনিধি বাপ্পি লাহেরী, সংস্কৃতি ও ক্রীয়া সম্পাদক ও এস এ টিভির নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল, ডিবিসি চ্যানেল এর নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম প্রেস ক্লাব সদস্য সুরুজ আলী, জাগরণ সংবাদ এর যুগ্ন সম্পাদক শামীম হোসেন, বার্তা প্রধান ইসরাইল কবির, নাটোর সদর থানার এসআই প্রতুল, এস আই শাহিদসহ সুধি মহল।
অনুষ্ঠান শেষে জাগরণ সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে উপহার সামগ্রী তুলে দেন জহুরুল ইসলাম প্রাং।
