জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, কো-অর্ডিনেশন সভা, চিতলমারী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ ভারপ্রাপ্ত  কর্মকর্তা ডাঃ মোঃ সুমন তালুকদার, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) হাজী মোঃ সাইফুল আলম, মেডিকেল অফিসার মোঃ ইমতিয়াজ নাঈম, সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নেছা, আলিয়া মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি কে এম রাজু আহমেদ, এনজিও প্রতিনিধি (ব্র্যাক) নাজিমুদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইজিআই) মোঃরিয়াদ হাসান সহ অনেকে। সভাটি সঞ্চালনে ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাবিবুল্লাহ আল মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *