জাপান এডুকেশন অ্যান্ড কেরিয়ার এক্সপো ২০২৫ অনুষ্ঠি

সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের আয়োজনে শনিবার ( ১৭ মে) রাজধানীর হোটেল সারিনা তে “জাপান এডুকেশন অ্যান্ড কেরিয়ার এক্সপো ২০২৫” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) হাসনা জাহান খানম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ডাঃ মোঃ আতিকুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোসাম্মৎ জহুরা খাতুন, জাপান পার্লামেন্টের সাবেক সংসদ সদস্য ফুজিয়ারা তাকাসি।

সভাপতিত্ব করেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের চেয়ারম্যান মোজাম্মেল হক।

বিপুল সংখ্যক শিক্ষার্থীর সমাগমে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নামকরা জাপানিজ ইনস্টিটিউট সমূহ অংশগ্রহণ করে এবং সরাসরি ইনস্টিটিউটয়ের কর্মকর্তাগণের সঙ্গে ভর্তিসংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা কথা বলার সুযোগ পায়।

এছাড়াও, জাপানে বাংলাদেশিদের ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *