জার্মানিতে করোনা সংক্রমণ আবারও বাড়ছে: লকডাউনে দুই শহর

সম্প্রতি জার্মানির সবচেয়ে  বড়  মাংস  প্রক্রিয়াকরন কোম্পানিতে প্রায় ১৬০০ কর্মীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জার্মানির উত্তর পশ্চিম রাজ্য(এন আর ডাব্লিউ) কর্তৃপক্ষ কোম্পানিটিকে  লকডাউন ঘোষণা  করেছে এবং ঐ রাজ্যর  দুটি শহর জেটারস্লোহ এবং ওয়ারেনডর্ফ  মঙ্গলবার থেকে লকডাউন  করা হয়েছে ।ধারনা করা হচ্ছে মাংস প্রক্রিয়াকরন কোম্পানির কর্মীদের সংস্পর্শ থেকেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এই প্রাদুর্ভাবটি জার্মানির এখন  পর্যন্ত  বৃহত্তম সংক্রমণের ঘটনা বলে মন্তব্য করেছেন (এন আর ডাব্লিউ) মুখ্যমন্ত্রী  আর্মিন্ড লাশটে।

লাশটে বলেন , দুটি শহরে প্রায় ৬,২৮,০০০ মানুষের বসবাস । সংক্রমণ মোকাবেলায় পুনরায়  স্কুল, কিন্ডারগার্টেন, থিয়েটার, জিম- সুইমিং পুল, বার, ক্লাব এবং অন্যান্য সরকারী স্থানসমূহ  বন্ধ করা  হয়েছে । শুধুমাত্র দু’জন  লোক জনসমক্ষে দেখা করতে পারবে ,  তারা একই  পরিবারের সদস্য না হওয়া সত্ত্বেও।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবস্থাগুলি কমপক্ষে দুই সপ্তাহের জন্য থাকবে।রাজ্যর সকল জনসমক্ষ এলাকাতে মাস্ক এবং কমপক্ষে ২ মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো, নিহত ৬

মাংস প্রক্রিয়াকরন কোম্পানির কর্মচারীরা যেন কোয়ারেন্টিয়ান সঠিক ভাবে মেনে চলতে পারে এবং তাদের সহায়তায় শতাধিক পুলিশ নিয়োগ করা হয়েছে। প্রথমবারের মত একসাথে ১৫০০ এর অধিক সংক্রমণ হওয়ার ঘটনা করোনা নিয়ন্ত্রণে জার্মান  সরকারকে আবারও ভাবিয়ে  তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *