জার্মান বুক ট্রেড শান্তি পুরস্কার পেলেন বাঙ্গালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন

নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন জার্মান বুক ট্রেডের সম্মানজনক শান্তি পুরস্কার পেয়েছেন। ৮৬ বছর বয়সী এই অধ্যাপক বিশ্বব্যাপী কাজ করছেন সামাজিক অবিচার নির্মূলে।

সম্প্রতি জার্মান বুক ট্রেড (ডয়েসে বুখহান্ডেলস) এর পুরস্কার কমিটি ঘোষণা করেছে যে ২০২০-এর সম্মানজনক শান্তি পুরস্কার অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনকে প্রদান করেছে।

হার্ভার্ডের অধ্যাপক এবং অতীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী” যিনি বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়ে যাচ্ছেন। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর কাজ আগের তুলনায় অনেক  বেশি অগ্রসর হয়েছে এই বিবেচনায় তিনি এ বছর এই পুরস্কার-এর দাবিদার।

পুরস্কারের এই অনুষ্ঠানটি আগামী ১৮ অক্টোবর ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার শেষে অনুষ্ঠিত হবে এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গন-মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।

১৯৫০ সাল থেকে জার্মানি প্রতি বছর এই শান্তি পুরস্কারটি দিয়ে থাকে। এর ধারাবাহিকতায় এবারও পুরস্কারটির নাম ঘোষণা করা হল । যার মূল্য দাড়ায় ২৫০০০ ইউরো (প্রায় ২৫ লক্ষ টাকা)।

আরও পড়ুন: জার্মানিতে দাঙ্গাঃ আঙ্গেলা মের্কেল এর তীব্র নিন্দা

জার্মান বুক ট্রেড শান্তি পুরস্কার-এর উদ্দেশ্য হল সেই ব্যক্তিদের সম্মান জানানো যারা মূলত সাহিত্য, বিজ্ঞান এবং শিল্পের ক্ষেত্রে তাঁর ক্রিয়াকলাপের মাধ্যমে শান্তি ধারণার বাস্তবায়নে অসামান্য অবদান রেখেছেন।

উল্লেখ্য, গত বছর এক ব্রাজিলিয়ান ফটোগ্রাফার সেবাস্তিও সালগাদো এই পুরষ্কারটি পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *