জেসিআই এর হাইজিন ড্রাইভ ৪.০”-এর প্রথম পর্ব অনুষ্ঠিত

 

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের অন্যতম চ্যাপ্টার জেসিআই ঢাকা ইম্পেরিয়াল গত বৃহঃস্পতিবার ২৪ শে এপ্রিল ২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প “হাইজিন ড্রাইভ ৪.০”-এর প্রথম পর্ব, যার সহ-আয়োজক ছিল ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন।

প্রকল্পের প্রথম ধাপটি অনুষ্ঠিত হয় ইগনাইট স্কুলে, যা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি প্রশংসনীয় প্রতিষ্ঠান। সেখানে ৮০ জনেরও বেশি শিক্ষার্থীকে নিয়ে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়, যেখানে মৌলিক স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষাদান করা হয়।

উদ্যোগটি নেতৃত্ব দেন প্রকল্পের আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন এবং সহ-আহ্বায়ক সৈয়দ ফাহিম রহমান, যাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের ২০২৫ লোকাল প্রেসিডেন্ট সৈয়দ শাফায়াত করিম সহ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

জেসিআই ঢাকা ইম্পেরিয়াল ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানিয়েছে তাদের সহযোগিতা এবং অব্যাহত সামাজিক অঙ্গীকারের জন্য। সামনে আরও কিছু ধাপে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *