ঝিকরগাছায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ ভ্যানআরোহী নিহত, আহত ২।

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় অ ম্বুলেন্সের ধাক্কায় বাবা মেয়েসহ ৩ ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালকসহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৭ টার দিকে যশোরের ঝিকরগাছার নবীবনর মোল্লা ফিলিং স্টেশনের সামনে। নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান ইকবল (৩২), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)। আহত হয়েছেন নিহত হাসান আলীর স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)। আহতদের অবস্থা আশংকাজনক।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন জানিয়েছেন, সকালে ভ্যানযোগে নিহত ও আহতরা শার্শায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে যশোর অভিমুখী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ই ৭১-৫১১৯) সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ভ্যানচালকসহ ২জন মারাত্মক আহত হন। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রিপন আরও জানিয়েছেন, হাসান আলী, রত্না খাতুন ও নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ ৩টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *