আগামী ৩০ মে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি হিসেবে ঝিকরগাছা পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) আসরের পর পৌরসভার ৮ নং ওয়ার্ডের পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা ইমতিয়াজ আহম্মেদ বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাশিদুল মোমিন সুজন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কমিশনার গোলাম কাদের বাবলু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা এবং আলী হোসেন লাল্টু।
পৌর যুবদলের সদস্য সচিব মইদুল ইসলাম জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফয়সাল মুকুট, ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ কবীর হোসেন বাবু, সদস্য মোকারম হোসেন তুহিন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুন্নবী খান শিপন ও মহিলা দলের সদস্য কারিমা ইয়াসমিন।
সভায় পৌর বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাংবাদিক তারিক মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, নেওয়াজ মোর্শেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে আহ্বান জানান।
