ঝিনাইদহে করোনা শনাক্তে নতুন রেকর্ড, শনাক্ত ১৭৯, মৃত্যু ২

ঝিনাইদহে

ঝিনাইদহে

গত ২৪ ঘন্টায় ঝিনাইদহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৯ জনের শরীরে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ, এবং মৃত্যু হয়েছে ২ জনের।

শুক্রবার (২৫ জুন) ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম নিয়মিত করোনা ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায়  ২৯৩ টি নমুনা সংগ্রহ করে বিভিন্ন ল্যাবে পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১৪ টির ফলাফল নেগেটিভ এসেছে এবং নতুন শনাক্ত হয়েছে ১৭৯। উপজেলা ভিত্তিক নতুন আক্রান্তের সংখ্যা সদর ৮২, শৈলকুপা ২১, হরিনাকুন্ডু ২৮, কালিগঞ্জ ৩১, কোটচাঁদপুর ০৮, মহেশপুর ০৯।

করোনা ভাইরাস এর এরুপ বিস্তারে ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ও সম্মুখ সারির করোনাযোদ্ধা ডা. জাকির হোসেন এক বিবৃতিতে জানান, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মূহুর্তে করোনা ওয়ার্ডে আর কোন বেড ফাঁকা নেই। হয়তো একটি বেডের জন্য কারো মৃত্যুর অপেক্ষা করতে হবে। আমরা দ্রুতই আরো কিছু বেড বৃদ্ধির চেষ্টা করছি। সকলের সহযোগিতা একান্ত কাম্য।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *