নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে সাইফুল ইসলাম(২২) নামে এক হার্টের রোগীর চিকিৎসার দ্বায়িত্ব নিয়ে পাশে দাড়িয়েছে রাশিদা হাসান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি গোলাম কিবরিয়া অনু অবসরপ্রাপ্ত নিউইয়র্ক পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা। গোলাম কিবরিয়া অনু ঝিনাইদহ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়পত্র ক্রয় করেছেন। রোগী সাইফুল ইসলাম সদর উপজেলার ১৪নং ঘোড়াশাল ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামের বাসিন্দা। সাইফুল বর্তমানে বাংলাদেশ হৃদরোগ ইন্সটিটিউটে ডাক্তার সঞ্জয় রাহার তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসাধীন সাইফুল ইসলাম জানান, আমি দরিদ্র পরিবারের সন্তান। হার্টের সমস্যা ধরা পড়েছে অনেকদিন হলো। আমার চিকিৎসা করতে গিয়ে পরিবারের সহায় সম্বল যা ছিল বিক্রি করা হয়ে গেছে। চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছিল। বেঁচে থাকার ভরসা ছেড়ে দিয়েছিলাম। বুধবার(২২নভেম্বর) সন্ধ্যায় রাশিদা ফাউন্ডেশনের সভাপতি খবর পেয়ে হাসপাতালে আসেন। এরপর খোজ খবর নিয়ে আমার চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহন করেছেন।
রাশিদা হাসান ফাউন্ডেশনের সভাপতি গোলাম কিবরিয়া অনু জানান, ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে রুগির সমস্ত ব্যয় বহন করা হচ্ছে। এর আগেও শতাধিক রোগীর চিকিৎসায় একই রকম সহযোগীতা করা হয়েছে। এছাড়া এলাকার দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য নিয়মিত খরচ দেওয়া হয়। তিনি ব্যক্তিগত উদ্যোগসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পিছিয়ে পড়া মানুষের পাশে সহযোগীতার বাড়িয়ে দিলে দেশ আরো এগিয়ে বলে মন্তব্য করেন।
মর্নিংনিউজ/বিআইএস
