ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন।

ঝিনাইদহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে জীবন (৩৫) নামে এক যুবক। শুক্রবার বিকালে পৌর এলাকার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন কালিকাপুর পশ্চিম পাড়ার রজব আলীর পুত্র। সে পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে পৌর এলাকার কালিকাপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলো জীবন হোসেন। বিকালে কিছু লোক তাকে শহরের ব্যাপারীপাড়ায় জনৈক বিল্লালের দোকানের সামনে ডেকে নিয়ে আসে। পরে সেখানে তাদের সাথে কথা কাটাকাটি হয় জীবন হোসেনের। কথা কাটাকাটির একপর্যায়ে তাঁরা জীবন হোসেন কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জীবনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ছোঁয়া ইসরাইল বলেন, বিকালে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের ব্যাপারীপাড়ায় একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *