ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঝিনাইদহ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরির ঘটনা ঘটেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-৭৮৫৩। শুক্রবার রাত ১২ টার দিকে এ চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গাড়ি পার্কিং এর জন্য বাস প্রতি দিতে হয় ১৫০ টাকা। এর পরেও চুরি হয়েছে। এবিষয়ে উদ্বিগ্ন চালক ও মালিক পক্ষ।
বাসটির চালক সাদিক রাকিব বলেন, বাসটি দীর্ঘদিন আমি চালাতাম কিন্তু গতকাল আমি যাইনি । অন্য চালক গিয়েছিলেন। তিনি আরো বলেন, লালপুর থেকে ঝিনাইদহে নামানোর পর শুক্রবার রাত ১২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস রেখে চালক বাড়ি যায় এবং হেল্পার বাথরুমে যায়। পরে হেলপার বাথরুম থেকে বেরিয়ে দেখে বাসটি নেই। পাশে থাকা চায়ের দোকানদারদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান একজন দাড়ি ওয়ালা লোক বাসটি চালিয়ে চলে গেল, আমরা তো মনে করেছি তিনি চালক। সাদিক রাকিব আরো বলেন, আমারা খোঁজ পেয়েছি বাসটি ঝিনাইদহ হাটগোপালপুর হয়ে মাগুরা হয়ে রাত ২ টার দিকে খুলনা রুপসা ব্রিজের ৪নং টোল প্লাজা ভেঙে বেরিয়ে চলে গেছে।
এখন গাড়িটি কোথায় আছে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। গাড়িটি নিয়মিত যশোরের চৌগাছা থেকে ঢাকা চলাচল করে। আমরা এই মুহূর্তে খুলনায় অবস্থান করছি টোল প্লাজা এলাকায় বিভিন্ন সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে।
ঝিনাইদহ লাইন পরিবহনের মালিকপক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, গতকাল রাতে আমার জে লাইন ১৪-৭৮৫৩ পরিবহন গাড়িটি পরিষ্কার করে টার্মিনালে রেখে হেল্পার বাথরুমে যাই। ফিরে এসে দেখে গাড়িটি আর নেই। পরে রাতে আমরা থানাতে বিষয়টি জানালে থানা বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গা যোগাযোগ করে। রাত দুইটার দিকে খুলনার রূপসা থানা থেকে ঝিনাইদহ থানায় জানানো হয় জে লাইন গাড়িটি টোল না দিয়ে দ্রুতগতিতে বের হয়ে গেছে। আমি বাইরে থাকায় রাতেই আমার ভাইকে থানাতে পাঠিয়েছিলাম কিন্তু থানা রাতে জিডি নেয়নি। এখন লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। টার্মিনাল থেকে রাত বারোটার দিকে গাড়ি চুরি হয়ে যাচ্ছে আমরা এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছি।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, রাতে টার্মিনাল থেকে ম্যানেজার ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। তাৎক্ষণিক আমাদের চেক পোস্ট এবং কন্ট্রোলে ঘটনাটি জানাই। এবিষয়ে জিডি করলে কিভাবে কি হয়েছে বিষয়টা একটু খতিয়ে দেখা হবে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টার্মিনাল থেকে একটি বাস চুরি হওয়ার ঘটনা শুনেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মালিকপক্ষ। অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
