ঝিনাইদহে ভেজাল মধুসহ ৩জন আটক

ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই বাঁকা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মধু উৎপাদন ও বিক্রির অপরাধে ৩জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশের ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটককৃতরা হলো, বান্দরবান জেলার ন্যাইক্ষ্যাংছড়ি উপজেলার জামতলিপাড়া এলাকার প্রদীপ তংচংগ্যা, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আমলতি গ্রামের আংলাচিং চাকমা ও একই জেলার হরিখোলা গ্রামের মংল্যাইগ্য চাকমা।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আটককৃতরা দীর্ঘদিন ধরে এখানে পানি, চিনি, খাবার সোডা, সামান্য পরিমাণ মধু, কাপড়ের রং মিশ্রিত করে মধু তৈরি করে খাঁটি মধু হিসেবে বিক্রি করে আসছে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। মধু শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই খেয়ে থাকে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ভেজাল মধু উৎপাদন ও বাজারজাত করে মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সকল প্রকার ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে সচেষ্ট রয়েছে বাংলাদেশ পুলিশের ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *