ঝিনাইদহে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক ঝিনাইদহ শহরের বিভিন্ন বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান ও কাঁচামালের আড়তে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার তদারকিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের বাজারের বিভিন্ন আড়তের ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ ও পরিবহণ সংক্রান্ত বিষয়ে কথা বলেন। ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এসময় ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির(আলু, পিঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য সবজি, ডিম এবং মাছ-মাংস) বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার তদারকি কার্যক্রম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি নিয়মিত রুটিন ওয়ার্ক। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে কোন অসাধু ব্যবসায়ী যেন নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করতে না পারে সে বিষয়ে আমাদের বাজার তদারকি কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
