ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত ও টাস্কফোর্স এর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে এ অভিযান। ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম সাগর এর নেতৃত্বে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এর যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সেসময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবীর, আরাপপুর হাইওয়ে থানার পরিদর্শক(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফ আলী, বিআরটিএ’র সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ।
অভিযানকালে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ অনুযায়ী স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুইটি ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৬ টি মামলা প্রদান ও ৯ হাজার ৩০০ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে শহরের ব্যস্ততম সড়ক আরাপপুরে মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধ ও অস্থায়ী দোকানপাট উঠিয়ে নেওয়ার বিষয়ে শেষবারের মতো সতর্ক করেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির বলেন, শহরের বিভিন্ন স্থানে সড়কের উপর অস্থায়ী দোকানপাট ও অবৈধ পার্কিং বন্ধে আগেও বেশ কয়েকবার নোটিশ করা হয়েছে। আজকে শেষবারের মতো সতর্ক করছি। এর পরে অবৈধ স্থাপনা, দোকানপাট ও পার্কিং করা যানবাহন গুঁড়িয়ে দেওয়া হবে। মহাসড়কে অবৈধ দখলদার উচ্ছেদ ও অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ঝিনাইদহের মহাসড়কগুলোতে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
