ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে অননুমোদিত যানবাহন চলাচল রোধ ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ-মাগুরা (এন-৭) মহাসড়কে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু এর নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেসময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসনজিৎ সাহা, ঝিনাইদহ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সজীব সরকার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।

অভিযানকালে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৩ টি মামলা প্রদান ও ৭ হাজার ৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। সেসময় পরিবেশ আইনের বিভিন্ন ধারায় আরো ১৩ টি যানবাহনকে মামলা প্রদান ও জরিমানা আদায় করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ঝিনাইদহের মহাসড়কগুলোতে ঈদ উপলক্ষে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *