ঝিনাইদহে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ অভিযান।

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার বেলা ১১.৩০ টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা (এন-৭) মহাসড়কে ঝিনাইদহ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ সাদাত এর নেতৃত্বে জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে গতি পরিমাপক যন্ত্র স্পিডগান দিয়ে উচ্চগতির যানবাহনের গতি নির্ণয় ও আটক করে সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা ও জরিমানা আরোপ করা হয়। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। সড়ক পরিবহন আইন ২০২১ অমান্য করায় বিভিন্ন ধারায় মোট ২৫ টি যানবাহনকে মামলা প্রদান, জরিমানা আরোপ ও নগদ ২৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ৭ টি নিয়মিত মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্পিডগান ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত গতি নির্ণয় ও জরিমানা আরোপ করা হয়েছে। যারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইন অমান্য করায় মামলা প্রদান করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ণ অপসারণ ও জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, সড়ক ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা এতে কমে আসবে বলে আশা করছি। মহাসড়কে মানুষের যাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে মর্নিং নিউজ বিডি ডটকমকে বলেন, ঝিনাইদহের মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন ২০২১ অনুযায়ী জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান চলমান থাকবে। মহাসড়কে অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *