ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মোঃ সোহেল রানা সহ সড়ক বিভাগের কর্মচারী এবং জেলা পুলিশের সদস্যরা।
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এবং পায়রা চত্বর এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু লোকজন সড়কের উপর অস্থায়ী দোকানপাট নির্মাণ করে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিলো।
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বারবার মৌখিক নির্দেশনা দেয়া হলেও তারা সেসকল দোকানপাট সরিয়ে নেয়নি। সবশেষে শহর জুড়ে মাইকিং করেও কোন ফলাফল পাওয়া না গেলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলমুক্ত করা হয়েছে সড়ক।
উচ্ছেদ অভিযান পরিচালনা কালে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির বলেন, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বার বার বলা হলেও তারা তাদের দোকানপাট সরিয়ে নেয়নি। winnertoto
সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়টি খেয়াল রেখে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন কেউ সড়কের জায়গা দখল করে দোকানপাট বসাতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে সড়ক ও জনপথ বিভাগ।
