ঝিনাইদহ সদরের গোয়ালপাড়া বাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সেসময় হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস, বাজারের ব্যবসায়ী সহ সুধিজনরা উপস্থিত ছিলেন।
সভায় হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মহাসড়কের পাশে দোকান, তিন চাকার যান দুর্ঘটনার অন্যতম কারন। সুতরাং রাস্তার পাশে দোকান বসানো এড়িয়ে চলতে হবে। পাশাপাশি মহাসড়কেও চলাচলের ক্ষেত্রে সচেতনতা মেনে চলা জরুরি। এগুলো যদি সকলেই সঠিকভাবে মেনে চলি তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমানো সম্ভব।
