ঝিনাইদহে হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ

দেশে ফের চোখ রাঙাতে শুরু করেছে মহামারি করোনা ভাইরাস। নতুন নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ঝিনাইদহে সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণের ঝুঁকি কমাতে সাধারণ জনগণ ও বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আরাপপুর হাইওয়ে থানার পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস, উপপরিদর্শক একেএম হাসানুজ্জামান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সম্প্রতি ওমিক্রনের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট (এলএফ.৭, এক্সএফজি, জেএ১ এবং এনবি ১.৮.১) এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনে যাত্রী সাধারণের মাঝে, বাস কাউন্টার স্টাফ,এবং জনসাধারণের মাঝে আরাপপুর হাইওয়ে থানার পক্ষ থেকে করোনার নতুন ধরণ সম্পর্কে সচেতনতামূলক প্রচারনা এবং মাস্ক বিতরণ‌ করা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এরুপ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *