ঝিনাইদহে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অকারিগরি ক্রাফট এর অবৈধ রায়ের প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৬ দফা দাবিতে অবস্থান ও ব্লকেট কর্মসূচি করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১১ টায় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে বাস টার্মিনালস্থ মহাসড়কগুলো অবরোধ করে। অবরোধকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক, ঝিনাইদহ-যশোর মহাসড়ক, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক ও বাস টার্মিনাল- পায়রা চত্বর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন, আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সেসময় প্রচন্ড গরমে জনভোগান্তি নিরসন ও যৌক্তিক দাবি পূরণের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

এদিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসকের নিকট তাদের ন্যায্য দাবি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। এসময় তারা জেলা প্রশাসকের নিকট ৬ দফা সম্বলিত লিফলেট হস্তান্তর করেন।

জানা যায়, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন, ২০২১ সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল ও কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ৬ দফা দাবিতে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নাইমুর রহমান হেলাল জানান, আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ব্যবস্থা, অকারিগরি ক্রাফট এর অবৈধ রায়ের প্রতিবাদে ও কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৬ দফা দাবিতে আমাদের আজকের এই অবস্থান ও ব্লকেট কর্মসূচি। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। জেলা প্রশাসন, সেনাবাহিনী, সদর থানা পুলিশ ও আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। দুপুরে ১২ টার দিকে তারা অবরোধ তুলে নেয়। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *