ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মত বিনিময় সভা

ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক। পরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মনিরা বেগমের সভাপতিত্বে ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য রীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই(এমপি), সংরক্ষিত আসনের মহিলা এমপি(২৭) জনাব খালেদা খানম, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম(বার), ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রশিদ, সাবেক ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার জনাব মকবুল হোসেন সহ ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। বক্তারা মন্ত্রী মহোদয়ের নিকট ঝিনাইদহের পিছিয়ে পড়া ও অনগ্রসর বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে বিভিন্ন সহায়ক কর্মসূচীর আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্বরণ করে বলেন, আজকের স্বাধীন বাংলাদেশে আপনাদের অবদান অনস্বীকার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যানে নানাবিধ কর্মকান্ড পরিচালনা করে আসছে যার ধারাবাহিকতায় আপনাদের ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আজ উদ্বোধন হলো। ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা রয়েছে। সমাপণী বক্তব্যে ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব মনিরা বেগম সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *