ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৫ই জানুয়ারি) সকাল ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী  রাজবাড়ী মন্দির মাঠে, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ সামাদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক বর্তমান এবং দৈনিক ঢাকা প্রতিদিন এর ঝিনাইদহ প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক, দৈনিক ঘোষণা পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ সালাম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক এম আহসান কবীর। নলডাঙ্গা ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আহমেদ, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও মর্নিং নিউজ বিডি ডটকম এর নিজস্ব প্রতিবেদক মোঃ বাহারুল ইসলাম, আজকের পত্রিকা ও জাগো নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, চুয়াডাঙ্গা জেলা থেকে আগত অতিথি মোঃ মিজানুর রহমান (মজনু), মোঃ তরিকুল ইসলাম, মাদার তেরেসা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি তারেক মাহমুদ জয়, বিটিভি’র ক্যামেরা পার্সোন মোঃ ইমরান, তরিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লালনভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা (বাবু)। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিকদের মাধ্যাহ্নভোজের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *