টাঙ্গাইলে বদ্ধভূমি পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়নের যুগ্ম সচিব ড. মোঃ জিয়াউল হক। বুধবার বিকেলে তিনি পরিদর্শনে আসেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানান জেলা প্রশাসক আতাউল গনি।

এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব রেজাউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোরশেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইকরামুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আনসারী, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সাবেক সভাপতি এডভোকেট জিনিয়া বক্স, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিটের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার খন্দকার আনোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জজ কোর্টের অ্যাডভোকেট পিপি এস আকবর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *