টি টোয়েন্টি লীগে বিদেশি ক্রিকেটার খেলানোর বিপক্ষে পাপন

টাইগারদের মাঠে ফেরার মিশন হিসেবে মিরপুর হোম গ্রাউন্ডে চলছে প্রেসিডেন্টস কাপ নামে একটি তিন দলের ওয়ানডে সিরিজে। এরপর হতে যাচ্ছে একটি কর্পোরেট লীগ। টি টোয়েন্টি ক্রিকেটের আদলে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। মূলত শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই এমন উদ্যোগ।

টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রণয়ন শেষ হলেও দেশ বিদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে  এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড। আসরে বিদেশি খেলোয়াড় থাকবে কিনা, কোন পদ্ধতিতে আয়োজন করা হবে টুর্নামেন্ট, সবই এখনো অনিশ্চিত।

এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “বিদেশি খেলোয়াড়দের বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। বিদেশি খেলোয়াড় থাকবে কি থাকবে না আমরা এখন পর্যন্ত এই সিদ্ধান্তটা নেইনি। কেউ কেউ বলছে দেশের ক্রিকেটার দিয়ে খেলানোই ভালো, তাহলে দেশের ক্রিকেটাররা বেশি সুযোগ পাবে খেলার। যেহেতু দল পাঁচটা মাত্র, যদি সাতটা দল হতো তাহলে বেদেশি খেলোয়াড় আনলে ইমপ্যাক্ট কম হতো”।

মান সম্মত খেলোয়াড় না পেলে বিদেশিদের পেছনে শুধুশুধু খরচ করার মানে নেই জানিয়ে পাপন আরো বলেন, “বিদেশি কারা এখন খেলতে পারবে দেখতে বলেছি। তাদের কী মান দেখতে হবে। একটা বিদেশি খেলোয়াড়ের থেকে ভালো তো আমার দেশের খেলোয়াড় থাকতে পারে। তাই আমি বলতে চাচ্ছি যে, খামোখা বিদেশি খেলোয়াড় এনে আমার দেশের ভালো খেলোয়াড়দের বসিয়ে রাখার মানে হয় না। আর ওদেরকে বেশি টাকা দেওয়ারও মানে নেই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *