শীতের তীব্রতা বাড়ার আগাম বার্তা পেয়ে অসহায় শীতার্ত মানুষের শীত নিবারনে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশন।
বৃহস্পতিবার মিরপুরের বাইসটেক আয়না মসজিদের পাশে এ আয়োজন করা হয়।
ঢাকা ভলান্টিয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাসবির লস্কর এর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর আনোয়ারুল করিম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
