ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী অংশে বাড়ছে দুর্ঘটনা, ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর!

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটের ওপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-রংপুর মহাসড়কের নবনির্মিত চারলেন সড়ক এখন সাধারণ পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের মাঝখানে স্থাপিত কংক্রিটের মিডিয়ান দেয়াল পথচারীদের পারাপারে চরম ভোগান্তির সৃষ্টি করেছে, যার ফলে প্রতিদিনই শত শত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে।

স্থানীয়দের তথ্যানুসারে, গত মাত্র ১৫ দিনের মধ্যে এই স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন পথচারী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এই ভয়াবহ পরিস্থিতি স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, সড়ক কর্তৃপক্ষ যে স্থানে আন্ডারপাস নির্মাণ করেছে, সেটি সম্পূর্ণ নির্জন একটি জায়গা। আন্ডারপাসের একপাশে একটি ফিসারিজ অফিস এবং অন্যপাশে একটি পুকুর থাকায় সেখানে মানুষের যাতায়াত নেই বললেই চলে। ফলশ্রুতিতে, কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আন্ডারপাসটি প্রায় অকার্যকর অবস্থায় পড়ে আছে, যা জনগণের কোনো উপকারে আসছে না।

শঠিবাড়ী একটি জনবহুল এলাকা এবং এখানকার হাটের ওপর দিয়ে যাওয়া মহাসড়কটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এই পরিস্থিতিতে একটি ফুটওভার ব্রিজ না থাকা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে এই স্থানে একটি কার্যকর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যা সড়ক দুর্ঘটনা কমাতে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহায়ক হবে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *