তরুণদের শ্রমে মিঠাপুকুরের নিশ্চিন্তপুরের জনবহুল রাস্তার সংস্কারে স্বস্তি!

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা সংস্কার করে এলাকার মানুষের মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা এই রাস্তাটির সংস্কারের ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে।

নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিক থেকে জানকিনাথপুর অভিমুখী এই রাস্তাটি এলাকার জন্য অত্যন্ত জরুরি একটি সড়ক। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স এবং কৃষিপণ্য বহনকারী যানবাহনের জন্য এটি অপরিহার্য। স্থানীয়দের অভিযোগ ছিল, রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় থাকলেও জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি। সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তো, যা এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ ছিল।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ। সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে রাস্তায় ইটের টুকরা (রাবিশ) ফেলে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিশ্চিন্তপুর বড় জামে মসজিদের সভাপতি মোঃ সাদেক আলী এই প্রসঙ্গে বলেন, “আজকের তরুণরাই ভবিষ্যতের আশার আলো। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ তার প্রমাণ রেখেছে। তাদের এই উদ্যোগে শুধু একটি রাস্তা সংস্কার হয়নি, একটি জনপদের স্বস্তি ফিরেছে। এই সংগঠনের প্রতিটি সদস্য আমাদের গর্ব।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি মাত্র ১৮ জন তরুণ সদস্যের হাত ধরে প্রতিষ্ঠিত হয় নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘ। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকায় নানা জনহিতকর কাজ করে আসছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের খাদ্য সামগ্রী প্রদান, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, গরিব মেধাবীদের স্কুলে ফিরিয়ে আনা, বাল্যবিবাহ রোধ এবং সমাজ উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে সংগঠনটি ইতোমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। তাদের এই কাজগুলো এলাকার তরুণদের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। জনমানুষের ভালোবাসা আর সামাজিক দায়িত্ববোধই তাদের এগিয়ে চলার মূল প্রেরণা।

সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মোঃ সুলতান মারজান (হৃদয়) বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করি। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করাই আমাদের উদ্দেশ্য। রাস্তার এই সংস্কার কাজ আমাদের চলমান কার্যক্রমেরই একটি অংশ। আমরা চাই মিঠাপুকুর তথা দেশের প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক। সমাজের প্রতিটি অনিয়মের বিরুদ্ধে আমরা সচেতন এবং সংবেদনশীল। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াতে পারি।

নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংঘের এই উদ্যোগ প্রমাণ করে যে, তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় একটি এলাকার সার্বিক উন্নয়নে কতটা ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। তাদের এই মানবিক কার্যক্রম অন্যদেরও সমাজ সেবামূলক কাজে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *