তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ময়মনসিংহের তারাকান্দায় মহাসড়কের উপর থেমে থাকা ড্রাম ট্রাকের সাথে অটোরিকশা সংঘর্ষে মো. ইউসুফ আলী(৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে তারাকান্দার মধুপুর বটতলা নামক স্থানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানাগেছে, মধুপুর বটতলা নামক স্থানে মহাসড়কের উপর চাকা পাংচার হয়ে একটি ড্রামট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। পরে অটোরিকশা চালক ইউসুফ অসাবধানতাবশত ড্রাম ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওয়াজেদ আলী বলেন, শনিবার রাতে ঝড় বৃষ্টির মাঝে এ ঘটনাটি ঘটেছে। অটোরিকশা চালককে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *