
ভুলভাল অগোছালো মানুষটা অন্ধকারের বৃষ্টিতে আলোর ছাতা নিয়ে এসেছিল,
আমি তাকে দূরের তারা ভেবে কাটিয়ে দিতে পারতাম কয়েক শত শতাব্দী,
দূরে থাকা ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতা।
সে কাঁধে করে নিয়ে এসেছে পুরোনো ভাঙা এক ভায়োলিন,
থেকে থেকে বাজাচ্ছে ঝরঝরে অথচ বিষণ্ন এক সুর,
বিষণ্ন সুরেও আমি দুয়েক পাক নেচে নিলাম।
কোনো তাল-মুদ্রা না জেনে সেরা নাচিয়ে হয়েছি,
সে একমাত্র দর্শক, সে একমাত্র বিচারক,
আমি দুহাতে ঠেলে যাচ্ছি এক ধোঁয়াশে দুপুর।
বিকেলের কাছে পৌঁছবো বলে খুলে রেখেছি শখের নূপুর,
দ্রুত হেঁটে যাচ্ছি দরোজার কাছাকাছি,
অথচ দরোজার ওপাশে আছে ‘নিদারুণ অবহেলা’।
