দেশের বেশ কিছু জেলায় শীতের দাপট চলবে আরও কিছুদিন

দেশের

দেশের

দেশের বেশকিছু জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের দাপট অব্যাহত রয়েছে। সর্বত্রই স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাত ও সকালের দিকে শীত অনুভূত হচ্ছে বেশি।

তবে আগামীকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) থেকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে শীতের তীব্রতায় তেমন হেরফের হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আরও কয়েকদিন সারা দেশেই শীত অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, তবে সারা দেশেই শীত থাকবে। আমাদের দেশে সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত থাকে। তবে এখন যে কনকনে শীত তা ওই সময় থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগ এবং সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ দিকে, মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০, ময়মনসিংহে ৮.৫, চট্টগ্রামে ১১.৫, সিলেটে ১০.৩, রাজশাহীতে ৬.৪, রংপুরে ৭, খুলনায় ৯ ও বরিশালে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *