নওগাঁয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংগৃহিত

নওগাঁর নিয়ামতপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে পারভেজ আলী ওরফে বাবু (৩২) এবং একই জেলার একই উপজেলার বোয়ালিয়া মবাতর গ্রামের এনামুল হকের ছেলে নূর আলম (২৬)।

পুলিশ জানায়, রবিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড়ে ট্রাক ট্যাংক, লরি শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে ৬০ বোতল ফেন্সিডিল এবং একটি মোটর সাইকেলসহ (যার ট্যাংকির ভেতর ফেনসিডিল ছিল) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, এদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *