নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের মাস্কসহ আটক এক

র‍্যাবের হাতে আটক মো. নাঈম সালাউদ্দিন

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের কেএন-৯৫ মাস্কসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক মো. নাঈম সালাউদ্দীন (২৬) নগরের চাঁন্দগাও এলাকার সেলিম সালাউদ্দীনের ছেলে বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (১ জুলাই) পাঠানটুলী এলাকায় বায়জিদখান বিল্ডিংয়ের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. নাঈম সালাউদ্দীনের কাছ থেকে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল নিম্নমানের কেএন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মাটিরাঙ্গায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের কেএন ৯৫ মাস্কসহ মো. নাঈম সালাউদ্দীন নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল নিম্নমানের কেএন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক উদ্ধার করা হয়েছে।

তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এই র‍্যাব কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *