নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল। আজ ভোররাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে মাদ্রাসার মোড় এলাকায় একটি ট্রাকে অভিযান চালায় র্যাব এর একটি দল। অভিযানে ট্রাকে থাকা ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা রাখা এবং গাঁজা ব্যবসায় জড়িত থাকার অপরাধে শীর্ষ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরা হলেন মো: সাগর (১৯), সুলভ (২০), সানাউল্লাহ (২৭) ও সাকিব ইসলাম (১৮)।
অভিযানস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব। আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তারা। এ বষেয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে আলমডাঙ্গার পারদূর্গাপুরের আমজাদ হোসেন (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন । শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে, গত প্রায় ১০ দিন ধরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন আলমডাঙ্গার পারদূর্গাপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ হোসেন। শুক্রবার (৭ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা […]
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব রাশেদ ইকবাল চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব জিয়াইল হক, জেলা ক্রীড়া অফিসার জনাব আল-আমীন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব তানজিল হক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব […]