নাটোর বাজারে আসছে চামড়া তবে ঠিকমত আসছেনা ট্যানারী প্রতিনিধিরা

লবন দেয়া কাঁচা চামড়ায় ভরপুর নাটোর চামড়া মার্কেট। বৃহস্পতিবার রাত থেকেই বিভিন্ন জেলার চামড়া ভর্তি যানবাহন গুলো ঢুকতে থাকে নাটোর বাজারে।

শুক্রবার (১৪ আগষ্ট) সকালে যানবাহন থেকে চামড়া খালাস শুরু করে শ্রমিকরা।তবে কাঙ্খিত ক্রেতার দেখা নেই বাজারে।ঢাকা হাইড নামের ট্যানারীর প্রতিনিধি সোলাইমান মৃধা কয়েকদিন আগে নাটোর বাজারে এসেছেন। বিভিন্ন আড়ত ঘুরে তিনি সংগ্রহ করছেন ছাগলের চামড়া। প্রায় এক লাখ ছাগলের চামড়া কেনার টার্গেট তার। যার বেশির ভাগ ইতিমধ্যেই কিনে ফেলেছেন বলে জানালেন। এরপর তিনি গরু-মহিষের চামড়া কেনা শুরু করবেন বলে জানান।

এর বাইরে শুক্রবার দুপুর পর্যন্ত নাটোরের চকবৈদ্যনাথ মার্কেটে আসেননি ঢাকার ট্যানারী গুলোর কোন প্রতিনিধি।তবে চামড়া ব্যবসায়ী মনজুরুর আলম হিরু জানান,শুক্রবার দিনের মধ্যেই ঢাকার অনেক ট্যানারী মালিকের প্রতিনিধি চলে আসবে নাটোর মার্কেটে। তখন কেনা বেচায় সরগরম হয়ে উঠবে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার এ বাজারটি।

নাটোরের ব্যবসায়ীদের আশা চামড়া আমদানি কম হলেও নাটোর মার্কেটে এ বছর ১৫ থেকে ১৬ লাখ পিচ চামড়া কেনা-বেচা হবে।যার বাজার মূল্য প্রায় ৫০০শ’ কোটি টাকার কাছাকাছি।

এদিকে একটি সূত্র জানিয়েছে,নাটোর মার্কেটের প্রতি অনিহা বাড়ছে ঢাকার ট্যানারী মালিক সহ বড় বড় চামড়া ব্যবসায়ীদের। এর কারণ হিসাবে তারা বলছেন অতিরিক্ত পরিবহণ ভাড়া।

এক হিসাবে সূত্রটি জানায়,গাইবান্ধার পলাশবাড়ি থেকে চামড়া নিয়ে ঢাকায় পৌছতে ভাড়া দিতে হয় ট্রাক প্রতি ১৩ হাজার টাকা।সেখানে নাটোর থেকে এক ট্রাক চামড়া ঢাকায় নিতে ভাড়া গুনতে হয় ২০ হাজার টাকা।

দূরত্ব কম হওয়া সত্বেও ভাড়ার ভারসাম্যহীনতার কারণে এখান থেকে চামড়া কিনতে ঢাকার ব্যবসায়ীরা আগ্রহ কম দেখাচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *