নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

গত মাসে (সেপ্টেম্বর) এই ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচন করোনার কারণে পিছিয়ে যায়। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জনমত জরিপ অনুযায়ী, দেশটির লেবার পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তবে নির্বাচনে জেসিন্ডা একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। কেননা, নিউজিল্যান্ডে ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া সংসদীয় ব্যবস্থার নির্বাচনে এখনো কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

যদিও নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন কনজারভেটিভ ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স।

কিন্তু নির্বাচন-সংশ্লিষ্ট বেশির ভাগ বিশেষজ্ঞ বলছেন, দ্বিতীয় দফা জয়ের পথে রয়েছেন জেসিন্ডা আরডার্ন। আরও এক ধাপ এগিয়ে কয়েকটি জনমত জরিপ বলছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেসিন্ডা আরডার্নের জয়লাভের সম্ভাবনা বেশি। তবে কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, এখনই সেরকম  কিছু বলা যাচ্ছে না।

অর্ধকোটির কিছু বেশি বাসিন্দার দেশ নিউজিল্যান্ডে গত ৩ অক্টোবর থেকে চলা আগাম ভোটে ১০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *