নিরাপদ পানি ব্যবস্থাপনা প্রশিক্ষণ, কোডেক চিতলমারী

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট চেইঞ্জ এডাপটেশন প্রজেক্ট এর নিরাপদ পানি ব্যবস্থাপনা (পানি সরবরাহ, বন্টণ এবং পরিশোধন) কমিউনিটি সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা উত্তর শিবপুর আমতলা গ্রামের কোডেক এর প্রশিক্ষক মোঃ তরিকুল ইসলাম এ প্রশিক্ষণ দেন। ৫টি ফিল্টারে  রক্ষনাবেক্ষণে জন্য প্রতিটি ফিল্টারে ১২ জন করে মোট ৬০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ দেন। উপজেলা কোডেকের প্রজেক্ট ম্যানেজার এএনএম ওয়াহিদ সাংবাদিকদের বলেন, স্ট্রমী ফাউন্ডেশনে  সহায়তায় আমরা চিতলমারীতে ৫ টি পুকুর ফিল্টার তৈরিসহ ৩০টি পানির ট্যাংক দিয়েছি। একটা ফিল্টারে জন্য ৫০টি পরিবার পানি ব্যবহার করতে পারবে। আগামীতে আরোও পরিকল্পনা রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ আজমল হোসেন জানান, উপজেলায় ১৯৮৪ সাল থেকে ২০২৪ সালে জুন পর্যন্ত ৪৭৪টি পুকুর ফিল্টার দেয়া হয়েছে। অধিকাংশ ফিল্টার  রক্ষণাবেক্ষণ না করার কারণে, ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়েছে। উপকারভোগীরা মেরামত না করার জন্য এই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *