নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভ করছে। বিক্ষোভ মিছিল ঠেকানোর জন্য নেতানিয়াহুর সরকার জরুরি অবস্থা জারি করা সত্ত্বেও লোকজন রাস্তায় নেমে আসে। পবিত্র জেরুজালেম শহরে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহুর সরকার করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধের নামে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু সেখানকার বিক্ষোভকারীরা এ সমস্ত নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে। বিভিন্ন দুর্নীতি মামলায় নেতানিয়াহু এরই মধ্যে অভিযুক্ত হয়েছেন এবং তিনি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণ করেছেন বলেও অভিযোগ রয়েছে। ইসরায়েলের লোকজন নেতানিয়াহুকে এরইমধ্যে ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়েছে। কেউ কেউ তাকে ‘করাপ্ট ইয়াহু’ নামেও আখ্যায়িত করেছে।

তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে সব রকমের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, বামপন্থীরা তাকে ক্ষমতাচ্যুত করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *