নোয়াখালীতে ডাক্তারের ভুল চিকিৎসার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে চিকিৎসকদের ভুল চিকিৎসায় শিশুর পেট কাটার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে  শিশুর স্বজন ও মানবাধিকার সংগঠনের লোকজন।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিশুটির বাবা রিয়াজ উদ্দিন মিনার বলেন, “নোয়াখালীর গুডহিল কমপ্লেক্স হসপিটাল এবং প্রাইম হসপিটাল চিকিৎসার নামে অপ-চিকিৎসা শুরু করে দিয়েছে। যার প্রত্যক্ষ ভুক্তভোগী আমার ৪ বছরের ছোট্ট মেয়েটি।

তিনি আরো জানান, শিশু বিশেষজ্ঞ  ডাঃ ইয়াকুব আলী মুন্সী, গাইনী বিশেষজ্ঞ ডাঃ মুসফিক ও আল্ট্রা ডাঃ মাহমুদুর রহমান এবং সার্জন ডাঃ সাইফ উদ্দিন এর অপচিকিৎসা এবং ভুল অপারেশনের কারনে আমার মেয়েকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তাদের ভুল রিপোর্ট এবং ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের অবস্থা খুবই সংকটাপন্ন হয়েছিলো। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে সে। আমার মেয়ের সামান্য পেট ব্যথা ছিলো কিন্তু তাতে তারা কসাইয়ের মত পেটের নিচে ৯ ইঞ্চি কেটে ফেলে রক্তাক্ত অবস্থায় আমাকে ডেকে নিয়ে বলে তাদের দ্বারা নাকি আমার মেয়ের অপারেশন করা সম্ভব হবে না! পরবর্তীতে তারা আমার মেয়েকে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

ঢাকায় ১ মাস চিকিৎসার পরে  শিশুটি সুস্থ হয়ে ওঠেন।

মানববন্ধনে শিশুটির বাবা ও অন্যান্য বক্তারা বলেন,ডাক্তারদের এমন ভুল চিকিৎসার জন্য তাদের বিচারের দাবি জানায়। এছাড়া ডাক্তার এবং ওই হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *