নোয়াখালীতে নৌকাডুবির ঘটনায় তিন জেলে নিহত

ছবি: মর্নিং নিউজ বিডি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাসানচরের সন্নিকটে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে নিখোঁজ ওই তিন জেলের লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

নিহত তিনজন হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫), চর আমানউল্যা ইউনিয়নের অর্জুনের ছেলে সৌরভ (১৪) ও হাতিয়া চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনিন্দ্র দাসের ছেলে প্রাণনাথ দাস (৫০)।

দুই দিন আগে হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে মাছ ধরার নৌকা নিয়ে ইলিশ মাছ শিকারের জন্য গভীর সাগরে যান ১৪ জন জেলে। একপর্যায়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নৌকাটি মেঘনা নদীর ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। ঘটনার পর থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে আজ বিকেলে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

আরও পড়ুন: করোনার ভুয়া সাটিফিকেট বিক্রি করছে খুমেকের একটি চক্র 

হাতিয়া উপজেলার মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *