
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরমান(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু আরমান ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার কুদরতের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মা বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু আরমান। শুক্রবার বিকেলে বাড়ির পাশে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে না পেয়ে এক পর্যায়ে আরমানকে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে। এরপরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: কয়েদি হারিয়ে যাওয়ার ঘটনায় ৭ কারারক্ষীর সাময়িক বরখাস্ত
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
