পঞ্চগড়ে ১১ মামলার আসামি রুবেল গ্রেফতার

পঞ্চগড়ে ১১টি মামলার আসামী ডাকাত সুলতান রুবেলকে (৪২) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকার আ.লীগ নেতা সালাহ উদ্দিনের আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুলতান রুবেল বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ি গ্রামের ইমান আলীর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তার বিরুদ্ধে ৭টি ডাকাতি ও ৪টি চুরি মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ।

আরও পড়ুন: কুড়িগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আককাস আহমদ ডাকাত সুলতানকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *