পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন। মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে: ব্রিটিশ পদার্থবিজ্ঞানী রজার পেনরোজ, জার্মান জ্যোতির্বিজ্ঞানী রেইনহার্ড গেঞ্জেল ও আমেরিকান জ্যোতির্বিদ আন্দ্রে গেজ।

ব্ল্যাকহোল বা কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করে এই সম্মাননা পেয়েছেন তারা। পদার্থবিজ্ঞানে নোবেল কমিটির চেয়ারম্যান ডেভিড হ্যাভিল্যান্ড বলেন, এ বছরের লরিয়েটদের আবিষ্কারগুলো কমপ্যাক্ট ও সুপারম্যাসিভ অবজেক্টগুলো নিয়ে গবেষণায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।

তিনজনের মধ্যে দু’ভাগে ভাগ করা হয়েছে এবারের নোবেল পুরস্কার। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল অবিষ্কারের জন্য অর্ধেক অংশ পেয়েছেন রজার পেনরোস। ‘আমাদের ছায়াপথের কেন্দ্রস্থলে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট আবিষ্কারের জন্য’ যৌথভাবে বাকি অর্ধেক পেয়েছেন গেঞ্জেল ও গেজ।

রজার পেনরোজের জন্ম ১৯৩১ সালে যুক্তরাজ্যে, রেইনহার্ড গেঞ্জেল জন্মগ্রহণ করেন জার্মানিতে ১৯৫২ সালে এবং আন্দ্রে গেজের জন্ম ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *