পরবর্তী ভারতীয় হাইকমিশনার ‘বিক্রম দোরাইস্বামী’

ছবি: সংগৃহিত

বিক্রম দোরাইস্বামী হতে যাচ্ছেন পরবর্তী ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী জানা যায় ‘রীভা গাঙ্গুলি দাশের’ স্থলাভিষিক্ত হবেন বিক্রম দোরাইস্বামী।

ভারতের বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিতে পারেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে তিনি ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দিতে ঢাকায় আসেন এবং ভারতের ১৫তম হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

পরবর্তী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ‘৯২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি অতিরিক্ত সচিব পদে যোগ দেওয়ার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন। বিক্রম দোরাইস্বামী এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *