পরিবেশ রক্ষায় ‘স্বপ্নচারী’র বৃক্ষরোপণ কর্মসূচি: এক সবুজ ভবিষ্যতের বার্তা!

পরিবেশ রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। এই আহ্বানে সাড়া দিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অরাজনৈতিক সংগঠন ‘স্বপ্নচারী যুব এসোসিয়েশন’।

শুক্রবার (০৬ জুন) ছড়ান ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়, যা এক সবুজ ভবিষ্যতের বার্তা বয়ে আনছে।

সংগঠনটির সভাপতি বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ আরমান সরকার, মামুনুর রশিদ মামুন, অ্যাডভোকেট আহসান হাবীব (আলী) এবং সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন‌ সহ মাজহারুল ইসলাম, ফরহাদ বাদশা, ইব্রাহিম মন্ডল, এম এইচ রিয়ন, আরিফুল ইসলাম, রিয়াদ হাসান, জাকির ইসলাম, জাহিদ হাসান, রতন মিয়া, আতিকুর রহমান, মাহবুবুর রহমান সহ অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বলেন, “পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। স্বপ্নচারী যুব এসোসিয়েশন সব সময়ই সামাজিক ও পরিবেশগত উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একটি সবুজ ভবিষ্যতের বার্তা দিতে চাই। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকের এই কর্মসূচি বাস্তবায়নে আর্থিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, এবং শ্রম দিয়ে যারা সাফল্যমন্ডিত করতে সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপদেষ্টা আরমান সরকার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “পরিবেশ রক্ষায় তরুণদের এমন উদ্যোগ আমাদের আশার আলো দেখায়। স্বপ্নচারী যুব এসোসিয়েশন ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথে এক নীরব বিপ্লব ঘটাচ্ছে। আমি এই সংগঠনের পাশে আছি এবং সবসময় থাকব।”

মামুনুর রশিদ মামুন বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, এটি একটি সচেতনতার বার্তা। স্বপ্নচারী যুব অ্যাসোসিয়েশনের তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা যদি সবাই মিলে প্রতি বছর কিছু গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব।”

অ্যাডভোকেট আহসান হাবীব আলী তার বক্তব্যে গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ আমাদের প্রাণ ও প্রকৃতির রক্ষক। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সচেতনতার বার্তা। স্বপ্নচারী যুব অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি আশা করি, এ ধারা অব্যাহত থাকবে এবং আরও তরুণ এই পথে এগিয়ে আসবে।”

উল্লেখ্য, ‘স্বপ্নচারী যুব এসোসিয়েশন’ নিজেদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে দীর্ঘদিন যাবত স্বাবলম্বীকরণ প্রজেক্ট নিয়ে কাজ করছে। সেলাই মেশিন, ছাগল বিতরণ, গরিব দুস্থ ও অসুস্থদের পাশে দাঁড়িয়ে তারা ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগ তাদের সামাজিক দায়বদ্ধতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *