যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হলো,বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে মনিরুল ইসলাম(৩০), শার্শা উপজেলার বাগআঁচড়া আমতলা গ্রামের ঝড় গাজীর ছেলে ছয়েদ আলী ও বসতপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে ফারুক বিশ্বাস(৪০)। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোঁরা চাঁদ দাস ও এএসআই আবু সাঈদ সংঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে থেকে ৫ বোতল ফেনসিডিল সহ মনিরুলকে আটক করে। অপর এক অভিযানে উপজেলার বাগআঁচড়া আমতলা গ্রামে অভিযান চালিয়ে জিআর-৬৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ছয়েদ আলীকে আটক করে।পরে বসতপুর গ্রামে অভিযান চালিয়ে জিআর-৬৫/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী ফারুক বিশ্বাসকে আটক করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
পরোয়ানাভুক্ত আসামী, ফেনসিডিলসহ গ্রেফতার-৩
