পশু হাটে হাইওয়ে পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ ও লিফলেট বিতরণ।

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজারে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশু হাটের সার্বিক নিরাপত্তা, মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও যানজট নিরসনে আরাপপুর হাইওয়ে পুলিশের পক্ষ থেকে হাটের স্বেচ্ছাসেবকদের মাঝে ভেস্ট বিতরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস, পশু হাটের পরিচালক রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যবৃন্দ।

ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। হাটে আসা একাধিক পশু ব্যবসায়ী জানান, পুলিশের সক্রিয় উপস্থিতি ও প্রতারক চক্র নিয়ন্ত্রণে থাকায় হাটে নিরাপদ পরিবেশ বজায় রয়েছে।

পশু বিক্রেতা আলাল উদ্দিন বলেন, প্রতিবছর নানা প্রতারণার আশঙ্কা নিয়ে হাটে আসতাম। এবার পুলিশের পক্ষ থেকে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করছি।

দূরপাল্লার পরিবহন চালক শরিফুল ইসলাম জানান, মহাসড়কের পাশে হাট বসার কারণে প্রতিবছর যানজট লেগে থাকত। এবার হাইওয়ে পুলিশের তৎপরতায় রাস্তায় যানজট নেই বললেই চলে।

হাট পরিচালনা কমিটির পরিচালক রবিউল ইসলাম বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার নিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা অনেক উন্নত। পুলিশের ব্যতিক্রমধর্মী সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।

আরাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশনায় ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রতারক চক্র ও মলম পার্টি প্রতিরোধে এই প্রচারণা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে পশু কেনাবেচা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *