কৃষি বিভাগ থেকে সরবরাহকৃত বীজের কারণে ধান চিটা হয়ে যাওয়ায় দুই কৃষক সর্বশান্ত হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের চাষি দীপক চন্দ্র রায় (৩৭)। পাটগ্রাম কৃষি বিভাগে
ব্রি ধান ৮৪ জাতের বীজ নিয়ে পোনে-৫ বিঘা জমিতে ধান রোপণ করেন। একই গ্রামের কৃষক সফিয়ার রহমান (৪৫) ৫৪ শতাংশ
জমিতে লাগিয়েছেন একই জাতের ধান। ওই দুই চাষির সমস্ত জমির ধান চিটা হয়ে গেছে। জমির ধান চিটা হয়ে যাওয়ায় ওই দুই চাষি
সর্বশান্ত হয়ে পড়েছে।
ব্রি-৮৪ জাতের ধান একেবারে নতুন। নতুন জাতের ধান স্থানীয় মাটি কার্যকর কিনা তা পরীক্ষামূলক চাষ করে কৃষক পর্যায়ে
রোপনের জন্য বিতরণ করা প্রয়োজন ছিল। কিন্তু কৃষি বিভাগ তা না করে সরাসরি চাষি পর্যায়ে বিতরণ করেছেন। ৮৪ জাতের
ধানটি এখানকার মাটি ও আবহাওয়া উপযোগী ছিলনা। এছাড়া বালাই নাশক ঔষুধও ঠিকভাবে প্রয়োগ না করায় চাষিদের ধানে
চিটা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
ভুক্তভোগী চাষী দীপক চন্দ্র রায় বলেন, পাটগ্রাম কৃষি বিভাগের মাধ্যমে ৩৩ শতাংশ জমিতে ধান চাষের জন্য ব্রি-৮৪ জাতের ধান
বীজ পাই। কিন্তু ওই বীজ দিয়ে পোনে -৫ বিঘা জমিতে ওই জাতের ধান লাগানো গেছে। কিন্ত ফলানো সমস্ত ধান চিটা হয়ে গেছে।
তবে পাশের জমির অন্য জাতের ধানে ভাল ফলন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতির কারনে ধানে চিটা হয়ে আমার
সর্বনাশ হয়েছে। অপর চাষিরও একই অভিযোগ।
তবে চাষিদের অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার বলেন, আমাদের কোন গাফিলতি ছিলনা। ওই ধানের জাতটি ছিল একেবারে নতুন। বৈরি আবহাওয়া ও চাষিদের ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনার কারণে ধানের চিটা হয়েছে। কৃষকদের ক্ষতিপূরন পুসিয়ে দিতে প্রনোদনায় আওতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা নিচ্ছি।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার(১৪ মে) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্য সদস্যাদের চুড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও সুশৃঙ্খল পরিবেশে বজায় রাখার জন্য গৌরীপুর পৌরসভা সহ ১০টি ইউনিয়ন থেকে শত শত আনসার ভিডিপি সদস্য সদস্যা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাছাইয়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়। আনসার ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম […]
এবার করোনায় আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও তার পরিবার। গতকাল শনিবার (৬ জুন) রাত একটায় তিনি নমুনা পরীক্ষার রিপোর্ট পান। একই সঙ্গে তার স্ত্রী নুর তাজ বেগম, ছেলে ব্যারিস্টার তানজিরুল ইসলাম ও গাড়িচালক মনছুর আলমও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংবাদ নিশ্চিত করে আবু সুফিয়ান বলেন, “ঈদের […]
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হালিমা খাতুন (৭০) ও শামিম হোসেন (২৮) নামের দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগষ্ট) দিবাগত রাত ১ টার দিকে হালিমা খাতুন ও সোমবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শামিম হোসেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির […]