প্রেসিডেন্টস কাপের সাইলেন্ট হিরো মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ, টাইগারদের টি টুয়েন্টি কাপ্তান সাইলেন্ট কিলার নামেই বেশি জনপ্রিয়। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পান্ডবের একজন রিয়াদ। বিশ্বকাপের মজনু কিংবা সাইলেন্ট কিলার রিয়াদ এবার বিসিবি প্রেসিডেন্টস কাপের অগোচরের নায়ক। দলকে দিয়েছেন শিরোনাম স্বাদ। নিজের পারফরম্যান্স দিয়েও নিয়ে গেছেন দলকে শিরোপার বন্দরে। ৫ ম্যাচ খেলে ৪০.৫০ গড়ে রান করেছেন ১৬২। আছে ২ টি অর্ধ শতকও। ৫ ম্যাচের ৪ ইনিংসে হাতও ঘুরিয়েছে রিয়াদ। ৪ ইনিংসে বল করেছেন ২১ ওভার, ৯৬ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ইকোনমিও দেখার মতো, ৪.৫৭। আসন্ন বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপে ইনিংস গুলো থেকে তিনি খুঁজে পাবেন আত্নবিশ্বাস। গুরুত্বপূর্ণ সময়ে তার এই নিরব অবদান গুলোতেই আস্থা খুজতে চাইবে বাংলাদেশ ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *